আবারও অসুস্থ 'কালীঘাটের কাকু'। জেল হাসপাতালে ভর্তি নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র। আজ, বুধবারও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। যা নিয়ে বেশ ক্ষুব্ধ তদন্তকারী সংস্থা। বুধবার 'কালীঘাটের কাকু' কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা ছিল সিবিআইয়ের। আজ সশরীরে কাকুকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু পঞ্চমবারও ভয়েস স্যাম্পেল সংগ্রহ করতে পারল না সিবিআই। এদিনও আদালতে গরহাজির রইলেন সুজয়। বদলে জেল থেকে জানানো হল, তিনি এখনও অসুস্থ। আদালতে আসার মতো অবস্থায় নেই। জেল থেকে পাঠানো হয়েছে কাকুর মেডিক্যাল রিপোর্ট। বলা হয়েছে, ভাইরাল ফিভার হয়েছে 'কালীঘাটের কাকু'। সঙ্গে রয়েছে সর্দিকাশি। ভয়েস স্যাম্পল নেওয়ার দিনে বারবার আদালতে হাজিরা এড়ানোয় সুজয়কৃষ্ণ ভদ্রের উপর ক্ষুব্ধ সিবিআই। আদালতে তদন্তকারীদের জোর সওয়াল, তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। তাঁদের দাবি, কাকুর ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হোক। প্রয়োজনে সুজয়কে জেল থেকে আদালতে নিয়ে আসার জন্য সিবিআই অফিসারকে অনুমতি দেওয়া হোক।
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
দেশে নিষিদ্ধ হোক আমিষ খাবার: শত্রুঘ্ন সিন্হা
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, প্রত্যেক রাজ্যের আলাদা বিশেষত্ব রয়েছে। কেউ আমিষ খান, কেউ আবার নিরামিষাশী। এটাই ভারত। তবে তাঁর দলের সাংসদ ঠিক উল্টো পথে পা বাড়ালেন। আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিন্হা চান, সারা দেশেই নিষিদ্ধ হোক আমিষ খাবার। মঙ্গলবার অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি)-র ভূয়সী প্রশংসা করেছেন শত্রুঘ্ন। বাধা এবং বিতর্ক সত্ত্বেও উত্তরাখণ্ড সরকার যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে, সে জন্য সাধুবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ।
মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই-কে শত্রুঘ্ন বলেন, "শুধু গোমাংসই নয়, দেশে সমস্ত আমিষ পদ নিষিদ্ধ করা উচিত। সরকার বিভিন্ন জায়গায় গোমাংস বিক্রি বন্ধ করেছে। তবে এখনও অনেক জায়গায় গোমাংস বিক্রি বা খাওয়ায় কোনও আইনি বাধা নেই। উত্তর-পূর্বের মানুষ প্রকাশ্যে এগুলো খেতে পারেন। কিন্তু উত্তর ভারত পারে না।" তাঁর সংযোজন,"উত্তর-পূর্বে গোমাংস খেলে ইয়াম্মি, আর উত্তর ভারতে খেলে মাম্মি! এ তো হতে পারে না।" তৃণমূল সাংসদ সওয়াল করেন, যে আইন উত্তর ভারতের জন্য রয়েছে, একই আইন চালু হওয়া উচিত উত্তর-পূর্বে। দেশ একটাই। তাই নিয়মও এক হওয়া উচিত। তবে অভিন্ন দেওয়ানি বিধির কিছু ফাঁকফোকর রয়েছে বলে মনে করেন শত্রুঘ্ন। তিনি বলেন, ‘‘ইউসিসি কার্যকর করার আগে একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত।"
সীমান্তে উসকানি বাংলাদেশের; বিএসএফকে জমি দিচ্ছে নবান্ন
সীমান্তে উসকানি দিচ্ছে বাংলাদেশ! এর ফলে বাড়ছে অশান্তি! এমন পরিস্থিতিতে জাতীয় সুরক্ষায় আরও দুই জেলায় বিএসএফ-কে জমি দিল নবান্ন। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিপূর্বে নদিয়া সীমান্তে জমি দিয়েছে রাজ্য। এর পাশাপাশি এদিন বাজেট অধিবেশনের আগে একাধিক নতুন বিল মন্ত্রিসভার বৈঠকে পাশ করানো হয়। জানা গিয়েছে, বিএসএফ রাজ্যকে জানিয়েছিল সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন। জমি না পেলে কাজে সমস্যা হচ্ছে বলে রাজ্যকে জানিয়েছিল তারা। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার আগের বৈঠকে আলোচনা হয়। দিন কয়েক আগে নদিয়ার করিমপুরে জমিও দেয় রাজ্য। এবার উত্তরবঙ্গের আরও দুই জেলায় জমি দেওয়া হল। জলপাইগুড়ি বিন্নাগুড়িতে ০.০৫ একর, মালদহের নারায়ণপুরে ১৯.৭৩ একর। বিএসএফের আউটপোস্ট তৈরি ও বেড়া দেওয়ার জন্যে এই জমি ব্যবহার হবে বলে খবর।
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
আরজি করে আর্থিক দুর্নীতির মামলা; বুধবার চার্জ গঠনের মামলা
আরজি করে আর্থিক দুর্নীতির মামলা। বুধবার শুরু হবে চার্জ গঠনের প্রক্রিয়া। আলিপুর আদালতের বিচারক মঙ্গলবার এ কথা জানিয়েছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এই মামলায় অন্যতম অভিযুক্ত আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করে সিবিআই। চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে গ্রেফতার হওয়া আরও চার অভিযুক্ত— আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডে। প্রত্যেকেই বর্তমানে জেলবন্দি। মামলা থেকে অব্যাহতির জন্য মঙ্গলবার আদালতে আবেদন জানান সন্দীপ, বিপ্লব এবং আফসর। বুধবার চার্জ গঠন প্রক্রিয়ার পাশাপাশি তাঁদের আবেদনেরও শুনানি রয়েছে। কলকাতা হাই কোর্ট ইতিমধ্যে আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে বলেছে। গত ২৮ জানুয়ারি হাই কোর্টে সিবিআই জানায়, বিচারপ্রক্রিয়ার জন্য অভিযুক্তদের সম্মতি নেওয়া হয়েছে এবং রাজ্যের অনুমোদনও মিলেছে। সে কথা শুনেই হাই কোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেয়।
বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস!
ফেব্রুয়ারি মাসেও হালকা ঠান্ডা অনুভব করতেই অভ্যস্ত বাঙালি। চলে যাওয়ার আগে উত্তরে হাওয়া জানান দিয়ে যায়, এবার ঘরে ফেরার পালা। তবে ২০২৫-এর ফেব্রুয়ারিটা তেমন হবে কি না, তা নিয়ে ভাবিত ছিলেন অনেকেই। শুরুর সপ্তাহেই দেখা গেল, ঠান্ডা উধাও। দুপুরে ঝরছে ঘাম, রাতে চলছে ফ্যান। শীত তাহলে আর ফিরবে না ভেবে সোয়েটার-চাদরও গোছাতে শুরু করেছিলেন কেউ কেউ। মঙ্গলবার সকালে হঠাৎ হাওয়া বদল। রবিবার ও সোমবার ছিল সরস্বতী পুজো। বাঙালির অন্যতম উৎসবের দিন। ওই দুদিন ঠান্ডা প্রায় ছিলই না কলকাতা সহ বেশকিছু জেলায়। কিন্তু পুজো কাটতেই ফের হাজির বেপাত্তা হয়ে যাওয়া শীত। কনকনে ঠান্ডা না পড়লেও, হালকা শিরশিরানি অনুভব করা যাচ্ছে সকাল থেকেই। শুধুমাত্র কলকাতা নয়, বাকি জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, একদিনে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল কলকাতায়। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৭.৪ ডিগ্রিতে। সোমবারই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আসলে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কাটতেই ফিরেছে এই মৃদু শীত। তবে এই মৃদু শীতের স্থায়িত্বও খুব বেশি নয়, সাময়িক।৪৮ ঘণ্টা পরই আবার বদলাবে হাওয়া। আগামী বৃহস্পতিবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
ফের দুর্ঘটনা মহাকুম্ভে; ঝলসে গেলেন ৬ পুর্ণ্যার্থী
পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যুর বিতর্ক এখনও কাটেনি। এমন আবিহে ফের দুর্ঘটনা মহাকুম্ভে। হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী। তার মধ্যে রয়েছে দুই কিশোরও। জানা গিয়েছে, আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। উল্লেখ্য, প্রয়াগরাজে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতেই হট এয়ার বেলুন রাইড-সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়েছিল।
হট এয়ার বেলুনের দুর্ঘটনাটি ঘটেছে সোমবার। মহাকুম্ভ মেলার ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়। সটান মাটিতে আছড়ে পড়ে বেলুনটি। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায় বেলুনে। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বেলুনটি। আরও বেশি উঁচুতে বেলুন ফাটলে দুর্ঘটনা আরও ভয়াবহ আকার নিতে পারত।
আমেরিকা সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দু দিনের সফরে প্রধানমন্ত্রী মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলেই সূত্রের খবর। সেই সফরেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক সারবেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা করার কথা দুই রাষ্ট্রনেতার।
সূত্রের খবর আগামী ১২ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা।
কয়েকদিন বাদেই প্যারিস সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দু দিনের প্যারিস সফর শেষ করেই ওয়াশিংটনে পৌঁছবেন ভারতের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বার আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।