বাংলাদেশে ফের সংখ্যালঘু হত্যা। মণি চক্রবর্তী নামে এক ব্যবসায়ীকে খুন করা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, সোমবার রাতে ভরা বাজারের মাঝেই ধারালো অস্ত্র নিয়ে ওই দোকানদারের উপর হামলা করা হয়। ঢাকার নরসিংদি জেলার চিরসিন্দুর বাজারের ঘটেছে এই ঘটনা। গতকালই সংখ্যলঘু সাংবাদিককে হত্যার অভিযোগ ওঠে।
সূত্রের খবর, সোমবার রাত ১০ টা নাগাদ ব্যবসায়ী শরৎ চক্রবর্তী (মণি)-র উপর বেশ কয়েকজন মিলে হামলা করে বলেই অভিযোগ। ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয় বলেই জানা গিয়েছে।






