SSC নিয়োগ দুর্নীতি মামলা গুরুত্বপূর্ণ খবর। কলকাতা হাইকোর্টে মামলা ফেরাল সুপ্রিম কোর্ট। আইনি যুক্তিকে গুরুত্ব দিয়ে, এবং ঘটনাকে গুরুত্ব দিয়ে এমন গুরুত্ত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতের। জনস্বার্থের কথা বিবেচনা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার নিষ্পত্তি করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ করা হয়, বিশেষ বেঞ্চ গড়ে মামলা গুলির নিষ্পত্তি করতে।
বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
উচ্চমাধ্যমিকের পরীক্ষার নিয়মে বড়সড় বদল!
২০২৪ সালের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্টে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জমা করতে হবে অনলাইনে। এদিন অধীনস্থ স্কুলগুলিকে এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবারই প্রথমবার এই পদ্ধতিতে নম্বর জমা নেওয়া হবে।
হাসপাতালে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর বদলানোর চেষ্টা চলছে; বিস্ফোরক সেলিম
তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতালে টানা ভর্তি রেখে তাঁর কণ্ঠস্বর বদলানোর চেষ্টা করা হচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
প্রয়াত সিপিএম নেতা সুহৃদ দত্ত!
সিঙ্গুরের সিপিএম নেতা সুহৃদ দত্ত প্রয়াত। তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন সিঙ্গুরের তৎকালীন সিপিএম জ়োনাল কমিটির সম্পাদক। বৃহস্পতিবার সকালে সিঙ্গুর ১ নম্বর পঞ্চায়েত এলাকায় অপূর্বপুরে নিজের বাড়িতে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। তাপসী-মামলায় দু-মাস ১৯ দিন সিবিআই হেফাজতে ছিলেন সুহৃদ।
মহুয়া নিজের লড়াই নিজে লড়তে পারে:অভিষেক
গত বুধবারই সংবাদ মাধ্যমের হাতে এসেছে সংসদীয় এথিক্স কমিটির রিপোর্ট। সেই রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার সুপারিশ করেছে এথিক্স কমিটির সদস্যেরা। 'ঘুষের বদলে প্রশ্ন' বিতর্কে এতদিন পরে অবশেষে মন্তব্য করতে দেখা গেল কোনও তৃণমূলনেতাকে। এদিন মহুয়া প্রসঙ্গে অভিষেক বললেন, "মহুয়া নিজের লড়াই নিজেই লড়তে জানে।"
এদিকে, জন্মদিনের দিন পেয়েছিলেন ইডি-র নোটিস। আর এই নোটিস ঘিরে বিতর্ক কম হয়নি রাজনৈতিক মহলে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ছিল বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যাবেন। সেই মতো বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হাজিরা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর। যদিও হাজিরার ১ ঘণ্টার মধ্যেই সিজিও থেকে বেরিয়েও আসেন তিনি। জানান, তাঁকে কিছু নথি নিয়ে সশরীরে আসতে বলা হয়েছিল, তাই তিনি এসেছেন, আবার যেদিন তাঁকে ডাকা হবে, তিনি আসবেন। এদিন ইডির কাছে ৬ হাজার পাতার নথি জমা দেন তিনি। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বের হন অভিষেক৷ তাঁর পরনে ছিল সাদা রঙের শার্ট। বাড়ি থেকে বেরনোর সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তাঁকে৷ কালো গাড়িতে ইডি দফতরে পৌঁছন ১১টা বেজে ৫ মিনিট নাগাদ।
জমা দিলেন ছ-হাজার পাতার নথি; ১ ঘণ্টার মধ্যেই বেরিয়ে এলেন অভিষেক
জন্মদিনের দিন পেয়েছিলেন ইডি-র নোটিস। আর এই নোটিস ঘিরে বিতর্ক কম হয়নি রাজনৈতিক মহলে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ছিল বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যাবেন। সেই মতো বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হাজিরা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর।
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
মহুয়ার বিরুদ্ধে সিবিআই; লোকপালের নির্দেশ বলে জানালেন নিশিকান্ত দুবে
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় লোকপাল। বুধবার টুইট করে এমনই দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। যা জানার পরে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া আদানি প্রসঙ্গ টানেন। তিনি বলেন, "সিবিআইয়ের অত সময় থাকলে আগে আদানিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত করুক।