ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনের শেষে ভারতীয় শিবিরের কাছে সবচেয়ে বড় চিন্তার নাম ঋষভ পন্থ। ব্যাটিংয়ের সময় পায়ের পাতায় চোট পান ঋষভ। ঋষভকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ যন্ত্রণা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাঁর পায়ের হাড় ভেঙে থাকতে পারে। যদিও স্ক্যানের রিপোর্ট এখনও সামনে আসেনি। তবে শেষমেশ যদি পায়ের হাড় ভেঙে থাকে তাহলে এই ম্যাচ তো বটেই, গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক কিছু চিকিৎসা চলে। শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। বিসিসিআই জানিয়েছে, বুধবার রাতেই স্ক্যান করা হয়েছে ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটারের। রিপোর্ট আসার পর বোঝা যাবে ঋষভের চোট কতটা গুরুতর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন