ওভালে অসাধ্য সাধন করল টিম ইন্ডিয়া। হ্যারি ব্রুক ও জো রুটের ইনিংস ভারতের স্বপ্ন একপ্রকার শেষ করে দিয়েছিল। কিন্তু ক্রিকেটকে কেন অনিশ্চয়তার খেলা বলা হয় তার প্রমাণ ফের মিলল ওভালে। একেবারে খাদের কিনারা থেকে ঘুড়ে দাঁড়িয়ে কীভাবে ম্যাচ জিততে হয় তা দেখিয়ে দিল ভারতীয় দল। কাজে এল না রুট ও ব্রুকের সেঞ্চুরি। ইংল্যান্ডের বাজবল নয়, শেষ কথা বলল ভারতের টিম গেম। ব্রুক ও রুট সেঞ্চুরির পর আউট হতেই ঘুড়ে যায় ম্যাচের মোড়। ওভালে ৬ রানে ঐতিহাসিক জয় পেল শুভমান গিলের দল। সৌজন্যে প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজদের হার না মানা জেদ ও আগুনে বোলিং। এই জয়ের সঙ্গে ২-২ সমতায় সিরিজ শেষ করল ভারত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন