পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার সমর্থনযোগ্য নয়। বাংলা ভাষার গুরুত্ব বুঝিয়ে এমন মন্তব্য করলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর কথায়, শুধুমাত্র বাঙালি নয়, দেশের যে কোনও প্রান্তের মানুষ অন্য জায়গায় গিয়ে অত্যাচারিত হলে, তা সমর্থনযোগ্য নয়। কর্মসূত্রে বিদেশেই থাকেন অমর্ত্য সেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার বীরভূমে নিজের বাড়ি 'প্রতীচী'তে ফিরেছেন তিনি। সেখানেই পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগের বিষয়ে কথা বললেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমর্ত্য সেন বলেন, "শুধু বাঙালি নয়, দেশের যে কোনও প্রান্তের মানুষ যদি অন্য কোথাও হেনস্থার শিকার হন, তা কখনও সমর্থনযোগ্য নয়।" তিনি আরও বলেন, "বাঙালিদের উপর যদি অত্যাচার হয় বা অবহেলা করা হয়, তাতে আমাদের আপত্তি থাকবে। কিন্তু এটা শুধু বাঙালিদের বিষয় নয়। ভারতের যে কোনও নাগরিক যদি অন্য রাজ্যে গিয়ে অবহেলিত হন বা নির্যাতিত হন, আমাদের সেই ঘটনাতেও একই আপত্তি থাকবে।"
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
কথা রাখলেন মুখ্যমন্ত্রী; শারদীয়া অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার
কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী। সরকারের তরফে এবার শারদোৎসবের অনুদানের পরিমাণ পেরিয়ে গেল লাখ টাকা। বৃহস্পতিবার পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবছর সমস্ত পুজো কমিটিকে সরকারের তরফে এক লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আগের বছরের তুলনায় ২৫ হাজার টাকা বাড়ানো হল এই অঙ্ক। তাঁর এই ঘোষণায় স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা। এর পাশাপাশি বিদ্যুৎ খরচ ৮০ শতাংশ কমবে। ফায়ার লাইসেন্স ও যাবতীয় সরকারি ফি মকুব করা হয়েছে। সকলকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি আরও ঘোষণা করেন, অক্টোবরের ২,৩, ৪ তারিখ বিসর্জন আর ৫ অক্টোবর হবে বিসর্জনের কার্নিভাল।
শুক্রবার থেকে বঙ্গে আবহাওয়া বদল!
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে। তবে শুক্রবারের পর থেকে আবহাওয়া কিছুটা উন্নতির সম্ভাবনা। সামান্য কমবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা এবং সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় বর্তমানে ঘূর্ণাবর্ত বিস্তৃত। উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের, রাঁচি এবং দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে, বঙ্গে বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী সপ্তাহেই বিরোধীরা ঘেরাও করবে নির্বাচন কমিশন!
তৃণমূল কংগ্রেসের দেখানো পথেই হাঁটতে চলেছে ইন্ডিয়া জোট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই নির্বাচন কমিশনের অফিস ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ করবে বিরোধী দলগুলি। ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের বিরুদ্ধেই ইতিমধ্যে সুর চড়িয়েছে বিরোধীরা। সংসদে প্রতিদিনই তারা একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। বিরোধী ইন্ডিয়া জোটের এই বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই বলেছিলেন, বাংলায় এসআইআর-এ বৈধ ভোটারদের নাম দেওয়া নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব গ্রহণ করল ইন্ডিয়া জোটের নেতারাও।
আজ, বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে রাহুল গান্ধীর উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন। প্রস্তাব গ্রহণ করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। কমিশন ঘেরাও কর্মসূচিতে সামিল হবেন ইন্ডিয়া জোটের সাংসদরা। আগামী সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার এই ঘেরাও কর্মসূচি হতে পারে।
মালেগাঁও বিস্ফোরণে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা-সহ ৭ অভিযুক্তই বেকসুর খালাস!
মহারাষ্ট্রের বহু চর্চিত মামলা মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস ঘোষণা করা হল বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা ও কর্নেল পুরোহিত সহ ৭ জনকে। বিচারক রায় ঘোষণাকরার পরেই আদালতে আনন্দে প্রায় কেঁদেই ফেলেন সাধ্বী প্রজ্ঞা। বলেন, "আমি বছরের পর ধরে আমায় হেনস্থা করা হয়েছে। সমানে লড়াই করে যেতে হয়েছে। নির্দোষ হওয়া সত্ত্বেও আমায় দোষী বলে চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেই বোঝা আমি নিয়ে বয়ে বেরিয়েছি।" সাধ্বী প্রজ্ঞা আরও বলেন, "আজ গেরুয়া পতাকার জয় হল, হিন্দুত্বের জয় হল। 'গেরুয়া সন্ত্রাসে'র ন্যারেটিভ মিথ্যে প্রমাণিত হল।" প্রসঙ্গত, মুম্বইয়ের এনআইএ-র বিশেষ আদালত ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের ৭ অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে। জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তদন্তকারীরা। সন্দেহের বশে কোনও ব্যক্তিকে সাজা দেওয়া যায় না বলেও মন্তব্য করেছে আদালত।
বুধবার, ৩০ জুলাই, ২০২৫
আগামী ৩ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা নবান্নের!
দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বরে বাড়তি একদিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকার, পুরসভা-পঞ্চায়েত-সহ সরকারপোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। সৌজন্যে, 'করম পুজো'। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।
রাজ্যের অর্থ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর 'করম পুজো' উপলক্ষে সমস্ত সরকারি দফতর, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এমনকি, ছুটি পাবেন চা-বাগানের আদিবাসী (জনজাতি) জনগোষ্ঠীর কর্মীরাও। তবে খোলা থাকবে কলকাতার 'রেজিস্ট্রার অফ অ্যাসিয়োরেন্স' এবং 'কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ'–এর দফতর।
সম্পূর্ণ ভেঙে দিতে হবে কবি সুভাষ মেট্রো স্টেশন!
কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে জটিলতা আরও কিছুটা বাড়ল। কবে স্টেশন খুলবে, তা নিশ্চিতভাবে বলতেই পারছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। পিলারে ফাটল দেখা যাওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় স্টেশন। গত সোমবার থেকে বন্ধ পরিষেবা। এবার পুরো স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে আস্ত স্টেশন। ইতিমধ্যেই ই-টেন্ডার জারি করেছে কলকাতা মেট্রো। ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের সর্বশেষ স্টেশন হল কবি সুভাষ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাতায়াত করে এই লাইনে। প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত। কবি সুভাষ স্টেশনটি হল মূলত নিউ গড়িয়া অঞ্চলের জন্য। সেই স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, নতুন করে স্টেশন তৈরি করতে নূন্যতম ৯ থেকে ১০ মাস সময় লাগবে। সেই সময় এক বছরও পেরিয়ে যেতে পারে। দক্ষিণ শহরতলীর রেলযাত্রী এবং সাধারণ মানুষের জন্য দুর্ভোগ আরও চরমে উঠবে। মোট ৯ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে নতুন মেট্রো স্টেশন। শুধু পিলারে ফাটলই নয়, প্লাটফর্মের অবস্থার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।