সামনেই নির্বাচন। আর তার আগে ফের একজোট হয়ে কংগ্রেসের ঝান্ডা ধরল মালদহের কোতওয়ালি পরিবার। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। দিন তিনেক আগেই তৃণমূলের তরফে মালদহের চার বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর করার হয়েছিল তাঁকে। তবে এবার তিনি ফিরলেন পুরনো দলেই।






