ডুয়ার্সে আবার সক্রিয় বন্যপ্রাণী পাচার চক্র। উদ্ধার হল লুপ্তপ্রায় বিরল প্রজাতির চার তক্ষক। গোপন সূত্রের খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। এই চার সরীসৃপের বর্তমান বাজার দর প্রায় ১৫ কোটি টাকার কাছাকাছি।
ভারত হয়ে চিনে চোরাপথে পাচারের আগেই নগড়াকাটা বাইপাস সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের কাছে পুলিশের জালে ধরা পড়ে এই তক্ষক। গ্রেফতার হয় দীনেশ বিশ্বকর্মা নামের এক যুবক। তাকে জেরা করে এই চক্রের মূল পাণ্ডাকেও খোঁজার চেষ্টা শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ, শুক্রবার জলপাইগুড়ি আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন