সমস্যায় পড়তে পারেন রত্না চট্টোপাধ্যায়। বিশেষ সূত্রের খবর, কিছু দিন আগে রত্নার আর্থিক বিষয়-আশয় নিয়ে কিছু তথ্য প্রকাশ্যে এনে ছিলেন বৈশাখী-দেবী।
আজ বৈশাখী বলেন," রত্নার ব্যাপারে আমার কাছে যা কিছু তথ্য ছিল, তা আমি ইডি-র আধিকারিকদের বলে এসেছি।
এর পরেও যদি জানতে চাওয়া হয়, তা আমি আবার জানাব। আমার কাছে এখনও কিছু তথ্য আছে যা তদন্তে সাহায্য করবে।"
এর পরে বৈশাখী দেবী আরও বলেন, " শোভন চট্টোপাধ্যায়ের ইডি ও সিবিআই সংক্রান্ত বেশকিছু বিষয়ে সাহায্য করেছি আমি। আমি যা যা জানি তা ওদের জানিয়ে এসেছি।"
জানা গিয়েছে, শুক্রবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখীকে টানা ৬ ঘণ্টা জেরা করে ইডি। যেহেতু কিছুদিন আগে রত্নার বিষয়-সম্পত্তি নিয়ে তিনি মিডিয়ার কাছে কিছু মন্তব্য করেছিলেন।
সম্ভবত সেই সংক্রান্ত খুঁটিনাটি জানতে তাঁকে(বৈশাখী বন্দ্যোপাধ্যায়)জেরা করে ইডি আধিকারিকরা।
যদি বৈশাখীর কথার উপর ভিত্তি করে আইনি জালে জড়িয়ে পড়েন রত্না, তাহলে শোভন বাবুও সমস্যায় পড়বেন। এমনটাই মনে করেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
আজ বৈশাখী বলেন," রত্নার ব্যাপারে আমার কাছে যা কিছু তথ্য ছিল, তা আমি ইডি-র আধিকারিকদের বলে এসেছি।
এর পরে বৈশাখী দেবী আরও বলেন, " শোভন চট্টোপাধ্যায়ের ইডি ও সিবিআই সংক্রান্ত বেশকিছু বিষয়ে সাহায্য করেছি আমি। আমি যা যা জানি তা ওদের জানিয়ে এসেছি।"
জানা গিয়েছে, শুক্রবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখীকে টানা ৬ ঘণ্টা জেরা করে ইডি। যেহেতু কিছুদিন আগে রত্নার বিষয়-সম্পত্তি নিয়ে তিনি মিডিয়ার কাছে কিছু মন্তব্য করেছিলেন।
যদি বৈশাখীর কথার উপর ভিত্তি করে আইনি জালে জড়িয়ে পড়েন রত্না, তাহলে শোভন বাবুও সমস্যায় পড়বেন। এমনটাই মনে করেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন