বাজার থেকে বেআইনিভাবে ২৬ কোটি টাকা তোলার অভিযোগ। আর সেই গুরুত্বপূর্ণ মামলার চার্জশিট জমা দিল আদালত। এই চার্জশিটে ৪ টি নাম রয়েছে। তাঁরা হলেন, প্রথমনাথ মান্না, এমপিএস গ্রিনারি, ভোলানাথ দাস ও অরও এক জন।
ইডি এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরও তদন্ত চালাতে পারে বলে অনুমান।
ইডি আধিকারিকরা এই প্রথম এমপিএস কাণ্ডে চার্জশিট জমা করলেন। এই চার্জসিট জমা পড়েছে সিটি সেশন্স কোর্টে ইডির বিশেষ আদালতে।
অভিযোগ আছে, এমপিএস কর্তা রাজ্যের একাধিক জায়গা থেকে ২৬-শ কোটি টাকা বি-আইনি ভাবে তুলেছিলেন। সেই টাকা কোথায় গেল তার সন্ধান করতে এই চার্জশিট। কোন কোন প্রভাবশালীর কাছে সেই টাকা গিয়েছে তা তদন্ত করে দেখতে হবে বলে জানিয়েছে ইডি আধিকারিকরা।
ইডি আধিকারিকরা এই প্রথম এমপিএস কাণ্ডে চার্জশিট জমা করলেন। এই চার্জসিট জমা পড়েছে সিটি সেশন্স কোর্টে ইডির বিশেষ আদালতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন