কথা রাখলেন কংগ্রেস কাই কমান্ড। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দিনেই কৃষি ঋণ মুকুবের ফাইলে সই করলেন কমল নাথ।
কংগ্রেস কাই-কমান্ড কথা দিয়েছিলেন রাজ্যের ক্ষমতায় এলে মুকুব করা হবে কৃষি ঋণ।
এই প্রতিশ্রুতি দিয়ে মধ্যপ্রদেশে নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলে ছিলেন কংগ্রেস নেতৃত্ব। সাফল্য এসেছে। রাজ্যের ক্ষমতায় এসেছে কংগ্রেস। কৃষকদের লক্ষ্য ছিল কবে তাদের কৃষি ঋণ মুকুবের সিদ্ধান্ত জানাবে নতুন সরকার। এর পাশাপাশি নতুন সরকার এই ঋণ মুকুব করে কিনা সেই দিকে তাকিয়ে ছিল বিজেপি।
কিন্তু বিজেপির হাতে সেই অস্ত্র তুলে দেয়নি কমল নাথ। শপথ নেবার পরেই সই করলেন কৃষি ঋণ মুকুব সংক্রান্ত ফাইলে। ২ লাখ টাকা পর্যন্ত এই ঋণ মুকুব করা হবে বলে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
কংগ্রেস কাই-কমান্ড কথা দিয়েছিলেন রাজ্যের ক্ষমতায় এলে মুকুব করা হবে কৃষি ঋণ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন