লোকসভার আগে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! আগামী বৃহস্পতিবার রাজ্য মন্ত্রীসভার বড়সড় পরিবর্তন হতে চলেছে। লোকসভা ভোটের আগে মূলত কাছে গতি আনতেই মন্ত্রীসভার এই বদল বলে দাবি করছেন তৃণমূল নেতৃত্ব।
জানা গিয়েছে, এবার রাজ্য মন্ত্রীসভায় বেশকিছু নতুন মুখ আসতে চলেছে। কিছু মন্ত্রীর দায়িত্ব কমিয়ে দেওয়া হতে পারে।
তবে এবার শিক্ষামন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের দাবি, এবার শিক্ষা দফতর থেকে সরিয়ে দেওয়া হতেপারে পার্থ চট্টোপাধ্যায়কে।
তাঁকে সরিয়ে দেওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। এর বদলে তঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হতে পারে।
পার্থ চট্টোপাধ্যায়ের মতন পোড়-খাওয়া নেতাকে যদি এই ভাবে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তার প্রভাব তৃণমূল সমর্থদের উপর পড়তে বাধ্য। এমনটাই মনে করেন রাজনৈতিক বোদ্ধারা।
জানা গিয়েছে, এবার রাজ্য মন্ত্রীসভায় বেশকিছু নতুন মুখ আসতে চলেছে। কিছু মন্ত্রীর দায়িত্ব কমিয়ে দেওয়া হতে পারে।
পার্থ চট্টোপাধ্যায়ের মতন পোড়-খাওয়া নেতাকে যদি এই ভাবে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তার প্রভাব তৃণমূল সমর্থদের উপর পড়তে বাধ্য। এমনটাই মনে করেন রাজনৈতিক বোদ্ধারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন