রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়োগ নিয়ে বিতর্ক অনেক দিন ধরে চলে আসছে। আর সবে আইনি জট কাটিয়ে বুধবার থেকে শুরু হয়েছে নবম-দশমের কাউন্সেলিং। এর পাশাপাশি কর্ম-শিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে সফল প্রার্থীদের প্যানেল প্রকাশিত হয়েছে।
কিন্তু এই শিক্ষক নিয়োগ পর্ব স্থগিত হবার আশঙ্কায় ভুগছেন এই রাজ্যের হবু শিক্ষকরা।
এই রাজ্যের হবু শিক্ষকদের অভিযোগ, শিক্ষক নিয়োগ আইনি জট কাটিয়ে শুরু না হতেই এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে শর্মিলা-দেবীর অপসারণ ও নতুন চেয়ারম্যান দায়িত্ব নেবার ফলে বিলম্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া। কেন রাতারাতি চেয়ারম্যান বদল হল, তা নিয়ে প্রশ্ন অনেকের মনে।
আর তাই অনেকে মনে করেন রাজ্য সরকার এই চেয়ারম্যান বদল করে মূলত নিয়োগ প্রক্রিয়াকে আটকাতে চাইছে!
তবে এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, " শর্মিলার কলেজে ন্যাক আসন্ন। আর তাই নিজে থেকে ও ছুটি চেয়েছেন।"
এই রাজ্যের হবু শিক্ষকদের অভিযোগ, শিক্ষক নিয়োগ আইনি জট কাটিয়ে শুরু না হতেই এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে শর্মিলা-দেবীর অপসারণ ও নতুন চেয়ারম্যান দায়িত্ব নেবার ফলে বিলম্বিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া। কেন রাতারাতি চেয়ারম্যান বদল হল, তা নিয়ে প্রশ্ন অনেকের মনে।
তবে এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, " শর্মিলার কলেজে ন্যাক আসন্ন। আর তাই নিজে থেকে ও ছুটি চেয়েছেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন