বছর ঘুরলেই ২০১৯ এর লোকসভা নির্বাচন। তার ঠিক আগে সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বিজেপি নিয়ে যে কথা বললেন তাতে চিন্তা বাড়াবে গেরুয়া নেতাদের ।
তিনি বলেন, এই সরকার যদি কৃষি-নীতি পরিবর্তন না করে তাহলে দেশের মানুষ এই সরকারকে ছুঁড়ে ফেলে দেবে।
এর পরে তিনি আরও বলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী কৃষকরা সমস্যার মধ্যে আছেন। আমরা মোদীকে সরিয়ে দেব।
রাজধানী দিল্লিতে এক জনসভায় এই মন্তব্য করেন এই বাম নেতা। ওই সভা থেকে তিনি ঋণ ছাড়, ফসলের সহায়ক মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবি জানান তিনি।
বক্তব্যের একেবারে শেষে তিনি মোদী ও অমিত শাহকে টার্গেট করে তিনি বলেন, দু-জনে মিলে জনগণের পকেট কাটছেন!
তিনি বলেন, এই সরকার যদি কৃষি-নীতি পরিবর্তন না করে তাহলে দেশের মানুষ এই সরকারকে ছুঁড়ে ফেলে দেবে।
বক্তব্যের একেবারে শেষে তিনি মোদী ও অমিত শাহকে টার্গেট করে তিনি বলেন, দু-জনে মিলে জনগণের পকেট কাটছেন!
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন