আবার শিরোনামে গ্রেগ চ্যাপেল। ২০ শে নভেম্বর প্রকাশিত হয় ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের আত্মজীবনী। সেই আত্মজীবনীতে ভিভিএস লক্ষণ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ চ্যাপেলের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ করেন।
সেখানে লক্ষণ বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের কোচ গ্রেগ চ্যাপেলের সময় দলে দু-তিনটি গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়েছিল। দলের মধ্যে বিশ্বাসের খুবি অভাব ছিল। এর পাশাপাশি লক্ষণ আরও উল্লেখ করেছেন, গ্রেগ চ্যাপেল জানতেন না কিভাবে আন্তর্জাতিক দলে রান করতে হয়।
লক্ষ্ণণের এই আত্মজীবনী বেশ সাড়া ফেলেছে ভারতীয় ক্রিকেট মহলে।
তবে এই চ্যাপেল ইস্যুতে লক্ষ্মণের পাশেই দাঁড়িয়েছেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । সৌরভ বলেন, " আজই আমি বইটি পড়েছি। ঠিকই বলেছে ও(লক্ষ্মণ)"। এর পরে সৌরভ বলেন, পুরানো কথা ঘেঁটে আর লাভ নেই।
তবে এই চ্যাপেল ইস্যুতে লক্ষ্মণের পাশেই দাঁড়িয়েছেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । সৌরভ বলেন, " আজই আমি বইটি পড়েছি। ঠিকই বলেছে ও(লক্ষ্মণ)"। এর পরে সৌরভ বলেন, পুরানো কথা ঘেঁটে আর লাভ নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন