দাড়িভিট স্কুলের মাঠে দুই ছাত্রের মৃত্যু যা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। আর সেই স্কুলের মাঠ ঘুরে দেখলে এখনও কোথাও সেই তাজা রক্তের কালচে হয়ে যাওয়া দাগ এখনও খুঁজে পাওয়া যাবে। এরি মধ্যে নিজেদের ক্ষমতা জানান দিতে ৬ জানুয়ারি দাড়িভিট স্কুল মাঠে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী।
আর এই খবর প্রচার হতেই সভা হতে না দেবার হুমকি দিলেন নিহত ছাত্র তাপস বর্মণের মা মঞ্জু বর্মণ।
এই বিষয়ে মঞ্জু-দেবী বলেন শুভেন্দু অধিকারীর সভা দাড়িভিট স্কুল মাঠে হলে এলাকায় আবার উত্তেজনা ছড়াতে পারে। আর তার জেরে আবার কোনও ছাত্র প্রাণ হারাতে পারেন। তাই শুধু রাজ্যের শাসক দল নয়, কোনও রাজনৈতিক দলের সভা এই স্কুল মাঠে করতে দেওয়া হবে না।
আর জোরকরে কেই সভা করতে চাইলে নিহত দুই মৃত ছাত্র রাজেশ-তাপসের পরিবারের তরফ থেকে বাধা দেওয়া হবে। এর পরে তিনি বলেন, তারা যদি তাও না শোনেন তাহলে "আমাদের লাশের উপর দিয়ে হেঁটে গিয়ে সভা করতে হবে!"
তবে এই প্রসঙ্গে ওই এলাকার বিধায়ক বলেন, " প্রশাসনের কাছে থেকে অনুমতি নিয়েই আমরা সভা করব।"
এই বিষয়ে মঞ্জু-দেবী বলেন শুভেন্দু অধিকারীর সভা দাড়িভিট স্কুল মাঠে হলে এলাকায় আবার উত্তেজনা ছড়াতে পারে। আর তার জেরে আবার কোনও ছাত্র প্রাণ হারাতে পারেন। তাই শুধু রাজ্যের শাসক দল নয়, কোনও রাজনৈতিক দলের সভা এই স্কুল মাঠে করতে দেওয়া হবে না।
তবে এই প্রসঙ্গে ওই এলাকার বিধায়ক বলেন, " প্রশাসনের কাছে থেকে অনুমতি নিয়েই আমরা সভা করব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন