প্রয়াত বিনোদ খান্নার প্রথম স্ত্রী গীতাঞ্জলী খান্না। বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর কিছুদিন আগে বিনোদ খান্নার পুত্র অক্ষয়ের সঙ্গে থাকতেন তিনি। পরিবার সূত্রে খবর, রাতে খাওয়া দাওয়া সেরে শুতে যান গীতাঞ্জলী দেবী।
এর পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হতে দেখে বাড়ির কাছাকাছি আলিবাগ সিভিল হাসপাতালে ভর্তি করেন বাড়ির লোকেরা। ওখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালে ছোটবেলার বন্ধু বিনোদ খান্নার সঙ্গে বিয়ে হয় গীতাঞ্জলী দেবীর। এর পর তাদের দুই পুত্রসন্তানের জন্ম হয়। একজন রাহুল এবং অপর জন অক্ষয়। ১৯৮৫ সাল নাগাদ বিবাহ বিচ্ছেদ হয় বিনোদ ও গীতাঞ্জলী দেবীর। পরে ১৯৯০ সাল নাগাদ আবার বিয়ে করেন বিনোদ।
উল্লেখ্য, ১৯৭১ সালে ছোটবেলার বন্ধু বিনোদ খান্নার সঙ্গে বিয়ে হয় গীতাঞ্জলী দেবীর। এর পর তাদের দুই পুত্রসন্তানের জন্ম হয়। একজন রাহুল এবং অপর জন অক্ষয়। ১৯৮৫ সাল নাগাদ বিবাহ বিচ্ছেদ হয় বিনোদ ও গীতাঞ্জলী দেবীর। পরে ১৯৯০ সাল নাগাদ আবার বিয়ে করেন বিনোদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন