বিজেপির রথযাত্রার প্রচারে এসেছিলেন জলপাইগুড়িতে। বুঝে উঠতে পারেন নি পোড়-খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব মুকুল রায় , তাঁকে পড়তে হবে তৃণমূলের ছাত্র বিক্ষোভের সামনে। এই বিক্ষোভের সামনে পড়ে স্বাভাবিক ভাবে প্রচণ্ড রেগে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা মুকুল রায়।
এর পরে তিনি বলেন, আজকের ঘটনা প্রমাণ করে এই রাজ্য গণতন্ত্র বলে কিছু নেই।
আজ, মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ বিজেপির জলপাইগুড়ি জেলা দফতরে পৌঁছন মুকুল রায়। আর জেলা দফতরের সামনে এই বিক্ষোভের সামনে পড়েন তিনি। এই ছাত্র বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূলের ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিনহা। মুখে কালো কাপড় জড়িয়ে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন তৃণমূলের সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির সমর্থকরা। স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
এর পরে তিনি বলেন তৃণমূলের হবু কর্মী বিজেপিতে এসে যোগ দিচ্ছেন। এই জেলার অনেক নেতা ও কর্মীরা আমার সাথে যোগাযোগ রাখছেন। তারা বিজেপিতে আসার ইচ্ছা প্রকাশ করছেন। এর পরে তিনি অভিযোগ করেন, সরকারের অসহযোগিতার কারণেই রথযাত্রা গঙ্গাসাগর থেকে সরিয়ে কাকদ্বীপ বা নামখানা আনতে হচ্ছে।
আজ, মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ বিজেপির জলপাইগুড়ি জেলা দফতরে পৌঁছন মুকুল রায়। আর জেলা দফতরের সামনে এই বিক্ষোভের সামনে পড়েন তিনি। এই ছাত্র বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূলের ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিনহা। মুখে কালো কাপড় জড়িয়ে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন তৃণমূলের সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির সমর্থকরা। স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন