এইরকম একটা ছবি দেখা গেল বাঁকুড়ার পাত্রসায়র থানার হামিরপুর স্কুলে। যে স্কুলে রয়েছে মাত্র দুজন অতিথি শিক্ষক। তারাই কোনরকমে পরিচালনা করছেন স্কুলের পঠনপাঠন। বিদ্যালয় সূত্রে জানা যায় , দুজনের মধ্যে একজন আবার আগামী এপ্রিল মসেই অবসর নেবেন এবং অন্য একজন অবসর নেবেন ২০২০ সালে।
ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ভেবেই কুল পাচ্ছেন না ওই দুই শিক্ষক অবসর নিলে আগামী দিনে স্কুল চলবে কি করে। অভিভাবকদের দাবি খুব দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক স্কুলে। অভিভাবকরা বলেন , অতিথি শিক্ষকদের সাথে স্থানীয় যুবকরা বিনা পারিশ্রমিকে স্কুলে শিক্ষা দান করছেন , নাহলে অনেক আগেই স্কুল বন্ধ হয়ে যেত।
২০১১ সালে সরকারি ভাবে অনুমোদন পেয়েছে স্কুলটি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন