কলকাতা নিউজ ব্যুরো: গত সোমবার সারা রাজ্য জুড়ে ৮ টি জেলায় ২৮৭৩ জন প্রাথমিক শিক্ষককে শিক্ষার স্বার্থে বদলি করা হয়। এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ অভিযোগ তোলে ,
" শিক্ষক বদলির কোনোরকম নিয়মের তোয়াক্কা না করেই শাসক দলের বাধ্য শিক্ষকদের নিকটবর্তী বিদ্যালয়ে ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনকারী শিক্ষকদের দূরবর্তী বিদ্যালয়ে পাঠান হয়, যা সম্পূর্ণভাবে অনৈতিক ও অমানবিক"।
রাজ্যের এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বিভিন্ন জেলায় অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় শিক্ষকরা।
আবার দেখা যায় বেশকিছু ক্ষেত্রে শিক্ষকদের সাথে প্রতিবাদে সামিল হয়েছেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। পশ্চিম মেদিনীপুরের ও দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের দুটি অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলেন," রাজ্যের এই অমানবিক ও শিক্ষক বিরোধী সিদ্ধান্ত আমরা কোনও মতেই মানছি না। আমরা ইতিমধ্যে শিক্ষক স্বার্থে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি যাতে শিক্ষক স্বার্থ অক্ষুণ্ণ থাকে।"
রাজ্যের এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বিভিন্ন জেলায় অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় শিক্ষকরা।
এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলেন," রাজ্যের এই অমানবিক ও শিক্ষক বিরোধী সিদ্ধান্ত আমরা কোনও মতেই মানছি না। আমরা ইতিমধ্যে শিক্ষক স্বার্থে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি যাতে শিক্ষক স্বার্থ অক্ষুণ্ণ থাকে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন