কলকাতা নিউজ ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বহু বার। হবু শিক্ষকরা বার বার স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে নামতে দেখা গিয়েছে।
এবারে প্রতিবাদে সরহ হলেন রাজ্য বিজেপি-র শিক্ষক সেলের সদস্যরা।
হাইস্কুলে ৮০ হাজারের বেশি ও প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গতকাল বিক্ষোভ দেখাল বিজেপি-র শিক্ষক সেলের প্রতিনিধিরা। গতকাল বিকেলে বিজেপি-র রাজ্য দপ্তরে থেকে মিছিল করা হয়। মিছিল শেষে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিক্ষোভ দেখানো হয়। ওই সংগঠনের সদস্যদের দাবি, অবিলম্বে SSC-কে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে। এছাড়া নিয়মিত নিয়োগ করতে হবে।
শিক্ষক সেলের আহ্বায়ক দীপল বিশ্বাস বলেন, "রাজ্য সরকারকে অবিলম্বে ৮০ হাজারেরও বেশি ও প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে। স্বচ্ছতা বজায় রেখে রাজ্য সরকার লোকসভা নির্বাচনের পর দ্রুত নিয়োগ শুরু করুক।"
হাইস্কুলে ৮০ হাজারের বেশি ও প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গতকাল বিক্ষোভ দেখাল বিজেপি-র শিক্ষক সেলের প্রতিনিধিরা। গতকাল বিকেলে বিজেপি-র রাজ্য দপ্তরে থেকে মিছিল করা হয়। মিছিল শেষে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিক্ষোভ দেখানো হয়। ওই সংগঠনের সদস্যদের দাবি, অবিলম্বে SSC-কে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে। এছাড়া নিয়মিত নিয়োগ করতে হবে।
শিক্ষক সেলের আহ্বায়ক দীপল বিশ্বাস বলেন, "রাজ্য সরকারকে অবিলম্বে ৮০ হাজারেরও বেশি ও প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে। স্বচ্ছতা বজায় রেখে রাজ্য সরকার লোকসভা নির্বাচনের পর দ্রুত নিয়োগ শুরু করুক।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন