কলকাতা নিউজ ব্যুরো: রাজ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে অনেক বিতর্ক আছে। এই নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যা বললেন তাতে হতাশ হতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের।
অল বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের ৩৫তম বার্ষিক সভায় এসে সপ্তম বেতন কমিশন চালু করার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পার্থ বাবু বলেন,“সরকার এমন কোনও প্রতিশ্রুতি দিতে চায় না, যা পূরণ করতে পারবে না”।
এই অনুষ্ঠানে অল বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্ত রায় কর্মকার শিক্ষামন্ত্রীর সামনে ২৮ দফা দাবি পেশ করেন।
ওই দাবি গুলির মধ্যে ছিল সপ্তম পে কমিশন চালুর দাবি। এই প্রসঙ্গে পার্থ বাবু বলেন, “আমরা আপনাদের দাবি সম্পর্কে অবহিত। সপ্তম পে কমিশন চালু করলে এক লাফে রাজ্যের খরচ বাড়বে আড়াই হাজার কোটি টাকা। বর্তমানে রাজ্যের যা অবস্থা, তাতে এই কাজ করতে হলে বাজার থেকে এই অর্থ ধার হিসাবে নিতে হবে। আমাদের রাজস্ব বৃদ্ধি হলে নিশ্চয়ই করা হবে”।
অল বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের ৩৫তম বার্ষিক সভায় এসে সপ্তম বেতন কমিশন চালু করার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পার্থ বাবু বলেন,“সরকার এমন কোনও প্রতিশ্রুতি দিতে চায় না, যা পূরণ করতে পারবে না”।
এই অনুষ্ঠানে অল বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্ত রায় কর্মকার শিক্ষামন্ত্রীর সামনে ২৮ দফা দাবি পেশ করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন