কলকাতা নিউজ ব্যুরো: রাজ্যের স্কুল গুলির আপার প্রাইমারির জন্য কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট।
এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেন বিচারপতি শেখর ববি শরাফ। এই স্থগিতাদেশ বাড়ল আরও ১৪ দিন। এর ফলে নিয়োগ জটিলতা যে আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা হয় ২০১৭ সালের ডিসেম্বরে। চলতি বছরে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। কিছুদিন আগে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। মামলাকারীদের বক্তব্য প্যানেলে একাধিক অসঙ্গতি আছে। এর জেরে তারা মামলা দায়ের করে আদালতে। শারীরশিক্ষার শূন্যপদ ছিল ১০৬৮। অপরদিকে কর্মশিক্ষার শূন্যপদ ছিল ১০৯৯।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন