কলকাতা নিউজ ব্যুরো: রাজ্যের শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেতন বৃদ্ধি, এই সবকিছু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এমনকি শিক্ষকের অভাবে রাজ্যের বহু স্কুলে পঠনপাঠন তলানিতে এসে ঠেকেছে। সামনে লোকসভা নির্বাচন।
সেই নির্বাচনের আগে রাজ্যে শিক্ষক নিয়োগ হবে বলে মনে করেছিলেন রাজ্যের হবু শিক্ষকদের একটা বড় অংশ।
কিন্তু বাস্তবে সেটা হচ্ছে বলে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের স্কুল গুলি থেকে শিক্ষক বদলির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ৩০ হাজার শিক্ষকের বদলির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি। বদলির বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের স্কুল গুলির বেহাল অবস্থার কথা তুলে ধরেন তিনি।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রতি ৫৯ জন পিছু ২ জন শিক্ষকের বেশি বরাদ্দ করবে না রাজ্য সরকার। এর পরে তিনি স্পষ্ট করে দেন, এখনই রাজ্যের স্কুল গুলির জন্য নতুন শিক্ষক নিয়োগের পথে হাঁটবে না রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বলেন এই বদলির বিষয়টি মেনে নেওয়া হবে না। প্রতি স্কুলে কমকরে ৪ জন শিক্ষক রাখতে হবে।
কিন্তু বাস্তবে সেটা হচ্ছে বলে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের স্কুল গুলি থেকে শিক্ষক বদলির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ৩০ হাজার শিক্ষকের বদলির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রতি ৫৯ জন পিছু ২ জন শিক্ষকের বেশি বরাদ্দ করবে না রাজ্য সরকার। এর পরে তিনি স্পষ্ট করে দেন, এখনই রাজ্যের স্কুল গুলির জন্য নতুন শিক্ষক নিয়োগের পথে হাঁটবে না রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বলেন এই বদলির বিষয়টি মেনে নেওয়া হবে না। প্রতি স্কুলে কমকরে ৪ জন শিক্ষক রাখতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন