কলকাতা নিউজ ব্যুরো: অন স্পট বিজ্ঞপ্তি এবং তার সাথে ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত আপটুডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারীর কয়েক হাজার পরীক্ষার্থীরা।
কিন্তু কমিশনের চেয়ারম্যান সরাসরি জানিয়ে দিয়েছে আজ কোনও মতে ভেরিফিকেশনের জন্য বিজ্ঞপ্তি জারি করা যাবে না।
কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন," প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া আদালতের নির্দেশে আটকে আছে। এখন নবম ও দশমের কাউন্সেলিং চলছে। এর পাশাপাশি আপার প্রাইমারীর সমস্যার সমাধান ফেব্রুয়ারিতে করা যায় তার ব্যবস্থা চলছে।
ফেব্রুয়ারির মধ্যে একদম করা হবে।"
এর পরে আপারের ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান বলেন, " ফেব্রুয়ারির মধ্যে আপারের বিজ্ঞপ্তি জারি করব। আমি ভেরিফিকেশন ২০ তারিখের আগে শুরু করব। ১৬ ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি দেব।"
কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন," প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া আদালতের নির্দেশে আটকে আছে। এখন নবম ও দশমের কাউন্সেলিং চলছে। এর পাশাপাশি আপার প্রাইমারীর সমস্যার সমাধান ফেব্রুয়ারিতে করা যায় তার ব্যবস্থা চলছে।
এর পরে আপারের ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান বলেন, " ফেব্রুয়ারির মধ্যে আপারের বিজ্ঞপ্তি জারি করব। আমি ভেরিফিকেশন ২০ তারিখের আগে শুরু করব। ১৬ ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি দেব।"
ফেব্রুয়ারি তে ভেরিফিকেশন শুরু হলেই আপার সমস্যার সমাধান হয়ে যাবে! অনলাইন নিউজ পোর্টাল খুলেছেন, মাধ্যমিক পাস করেছেন তো? নাকি খবর বিক্রি করে যেটুকু উপার্জন হয় তা দিয়ে গাজা খেয়ে আবার খবর করতে বসেন! কম লিখুন সঠিক লিখুন।
উত্তরমুছুন