কলকাতা নিউজ ব্যুরো: পুলওয়ামাতে জঙ্গি হানার পরে পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক করে ভারত। এই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। আর এবার তাঁদের নিশানা করে চলেছে বিজেপি নেতারা। এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হিন্দু হওয়া নিয়েই বিতর্কিত প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত হেগড়ে। তিনি বলেন, 'গোটা পৃথিবী ভারতের স্ট্রাইকের কথা মেনে নিয়েছে।
অথচ বিরোধীরা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে যাচ্ছে। একজন মুসলমান বাবা এবং খৃষ্টান মায়ের সন্তান কি করে হিন্দু হলেন, তার কোনও প্রমাণ আছে?' এই প্রথম নয়, কেন্দ্রীয় মন্ত্রী এর আগেও এমন মন্তব্য করেছিলেন।
গত বছর এমন বিতর্কিত মন্তব্য করেছিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী।
তখন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা বিএস ইয়েদুরিয়াপ্পা বলেন, অনন্তকে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। তারপর অনেকটা সময় কেটে গিয়েছে। ফলে সেই বিরত থাকার সময়সীমাও কেটে যাবার পরে আবার বিতর্কিত মন্তব্য করলেন এই বিজেপি নেতা।
গত বছর এমন বিতর্কিত মন্তব্য করেছিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন