কলকাতা নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এর পর থেকে রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। তার মধ্যেই ক্লাস নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিংয়ের দিন পড়েছে।
আর এর ফলে কাউন্সেলিং হবে কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূচি অনুযায়ী সেই কাউন্সেলিং করার অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেবে স্কুল সার্ভিস কমিশন। এমনই জানিয়েছেন SSC-র চেয়ারম্যান সৌমিত্র সরকার।
৮ মার্চ ক্লাস নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই অনুযায়ী, ক্লাস নাইন-টেনের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ২৬, ২৭, ২৮, ২৯ মার্চ ও ১ এপ্রিল কাউন্সেলিং হবার কথা।
এর পাশাপাশি, ক্লাস ইলেভেন-টুয়েলভের ওয়েটিং লিস্টের প্রার্থীদের ১৯ ও ২০ মার্চ কাউন্সেলিংয়ের দিন নির্ধারিত হয়। ইতিমধ্যে সপ্তদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। সেজন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়া হবে। কাউন্সেলিং নিয়ে সৌমিত্র সরকার বলেন, "আমরা তো নিশ্চয় এই বিষয়ে অনুমতি নেব। এখনও তৃতীয় কাউন্সেলিংয়ের দেরি রয়েছে। তার আগেই প্রয়োজনীয় অনুমতি নেব।"
৮ মার্চ ক্লাস নাইন-টেন ও ইলেভেন-টুয়েলভের তৃতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই অনুযায়ী, ক্লাস নাইন-টেনের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ২৬, ২৭, ২৮, ২৯ মার্চ ও ১ এপ্রিল কাউন্সেলিং হবার কথা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন