কলকাতা নিউজ ব্যুরো: অবশেষে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে কাটল এসএসসি-র জট। ২৯ তম দিনে অনশন প্রত্যাহার এসএসসি চাকুরি-প্রার্থীদের। সরকার গঠিত কমিটির সঙ্গে বৈঠকে মোটামুটি সন্তুষ্ট এসএসসি অনশন-কারীরা।
বিকাশ ভবনে আলোচনা শেষেই অনশন তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন হবু শিক্ষকরা। তবে সাময়িকভাবে এই অনশন প্রত্যাহার করা হল বলে জানিয়েছেন কর্ম-প্রার্থীরা। জুন পর্যন্ত অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষার্থীরা। তবে রাজ্য সরকার দাবি না মানলে ফের আন্দোলন ও অনশনের হুমকি দিয়েছেন এসএসসি চাকরি-প্রার্থীরা।
কিন্তু প্রশ্ন উঠছে জুনেই কি সত্যি-সত্যি হবে এই নিয়োগ সমস্যার সমাধান? নির্বাচনের কথা মাথায় রেখে এই প্রতিশ্রুতি নয়তো? এমন অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে বেশ কয়েকজন অনশন-কারী।
কিন্তু প্রশ্ন উঠছে জুনেই কি সত্যি-সত্যি হবে এই নিয়োগ সমস্যার সমাধান? নির্বাচনের কথা মাথায় রেখে এই প্রতিশ্রুতি নয়তো? এমন অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে বেশ কয়েকজন অনশন-কারী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন