কলকাতা নিউজ ব্যুরো: নির্বাচন ঘোষণার পর থেকে নিরাপত্তার দাবিতে উত্তাল ছিল গোটা বাংলা। কোচবিহারে রাজকুমার রায় হত্যাকাণ্ডের ছায়া এবার নদীয়ায়। ভোটের কাজে গিয়ে রাজকুমার রায়ের মতোই নিখোঁজ নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়।
ইভিএম ও ভিভিপ্যাটের মতন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার দুপুর থেকে আর কোনও খোঁজ মিলছে না নোডাল অফিসার অর্ণব রায়ের।
শুক্রবার এই খবর ছড়িয়ে পড়তেই বিদ্রোহের আগুন ছড়িয়ে বাংলার ভোট-কর্মীদের অন্দরে। ভোটের কাজে গিয়ে নোডাল অফিসারের রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সরকারী কর্মচারী মহলে। ঘটনার তীব্র সমালোচনা করেছে শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। নিন্দা জানিয়েছেন সরকারি কর্মচারী সংগঠনও। একাধিক শিক্ষক সংগঠনের তরফেও তীব্র ভাষায় সমালোচনা করা হয়েছে।
শুক্রবার এই খবর ছড়িয়ে পড়তেই বিদ্রোহের আগুন ছড়িয়ে বাংলার ভোট-কর্মীদের অন্দরে। ভোটের কাজে গিয়ে নোডাল অফিসারের রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সরকারী কর্মচারী মহলে। ঘটনার তীব্র সমালোচনা করেছে শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। নিন্দা জানিয়েছেন সরকারি কর্মচারী সংগঠনও। একাধিক শিক্ষক সংগঠনের তরফেও তীব্র ভাষায় সমালোচনা করা হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন