এবারের লোকসভা নির্বাচনের ফলে ধাক্কা খেয়েছে তৃণমূল। তার পর থেকেই শুরু হয়েছে আত্ম-সমীক্ষার পালা। ইতিমধ্যে দলের নেতাদের সঙ্গে কথা বলে জনমানসে ক্ষোভ-বিক্ষোভের কারণ আঁচ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই উঠে এসেছে বেকারত্ব সমস্যা ও তার থেকে যুবসমাজের ক্ষোভের কথা।
আর তাই নির্বাচন প্রক্রিয়া শেষ হবার পর এবার কর্মসংস্থানের উপর গুরুত্ব দিতে চায় রাজ্য সরকার।
এবার শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী। অবিলম্বে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। এমনকি বেঁধে দিলেন চূড়ান্ত সময়সীমা। আজ দুপুরে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন পার্থ বাবু। সেখানেই এসএসসির কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এর পরে তিনি বলেন, নতুন করে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি । সম্ভবত জুলাইতেই জারি হবে বিজ্ঞপ্তি।
সূত্র থেকে পাওয়া খবর অনুসারে, আগামী জুন মাসের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
নবম থেকে দ্বাদশের ওয়েটিংদের কাউন্সেলিং ও অনশনরত সফল চাকরি-প্রার্থীদের বিষয়টি নিয়ে আলোচনা হয় আজ। দুপুরেই এসএসএসির অনশনরত চাকরি-প্রার্থীদের সমস্যা সমাধানে গঠিত পাঁচ সদস্যের কমিটি রিপোর্ট জমা দেয় বিকাশ ভবনে। এই রিপোর্ট নিয়েও টানা ২ ঘণ্টা আলোচনা হয়। এর পাশাপাশি উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু করতেও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। নিয়োগ প্রক্রিয়া ফেলে রাখা যাবে না বলেও এসএসসির চেয়ারম্যানকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আর তাই নির্বাচন প্রক্রিয়া শেষ হবার পর এবার কর্মসংস্থানের উপর গুরুত্ব দিতে চায় রাজ্য সরকার।
সূত্র থেকে পাওয়া খবর অনুসারে, আগামী জুন মাসের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন