নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে তৃণমূল। এই রাজ্যে বিজেপি যে ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে তার ইঙ্গিত স্পষ্ট। তৃণমূলের ভোট ব্যাঙ্কে কেনও এমন ভাঙন এল তা নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আর এবার তাই রাজ্যের শাসক দল তাদের নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে বাঙালিয়ানা ও বাঙালি, এই দুই বিষয়কে মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছে।
মঙ্গলবার লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদের অন্দরে বসে এমন বার্তা দিয়েছেন। দলের অভ্যন্তরে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে বাঙালি জনসংখ্যা ৬০ শতাংশ এর বেশি।
বাংলা ভাষায় কথা বলেন এমন মানুষের সংখ্যা ৮৬ শতাংশ। বাঙালিয়ানার বিষয়টিকে তুলে ধরে হিন্দু ও মুসলিমের মধ্যে বিভেদ ঘোচানোর জন্যও তৃণমূল কাজ করবে বলে দাবি এক সূত্রের । বাঙালিয়ানার পাশাপাশি হিন্দু ভোট নিজেদের দখলে রাখতেও তৃণমূল যে পদক্ষেপ করবে, সেই বার্তাও সুদীপ-বাবুর কথা থেকে স্পষ্ট। তিনি বলেন, "রাজ্যের দুর্গাপুজোকে আন্তর্জাতিক উৎসব হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রের সরকার যাতে উপযুক্ত পদক্ষেপ নেয়, তার দাবি সংসদে তোলা হবে"। সুদীপ-বাবুর দুর্গাপুজো নিয়ে এহেন দাবি তুলে ধরার কথা সামনে আনায় বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ভাল ফল করলেও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সামলে নেবেন বলেও দাবি করেছেন সুদীপবাবু। এদিন তিনি বলেন, "তৃণমূল নেত্রী বলেছেন বেশি করে দলের দিকে মন দেবেন। জনসংযোগ যাত্রা শুরু করবেন তাড়াতাড়ি । প্রথমদিন থেকে মমতার সঙ্গে রয়েছি। তিনি একবার জনসংযোগ যাত্রা শুরু করলেই সবকিছু পালটে যাবে বলেই আমাদের বিশ্বাস।"
মঙ্গলবার লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদের অন্দরে বসে এমন বার্তা দিয়েছেন। দলের অভ্যন্তরে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে বাঙালি জনসংখ্যা ৬০ শতাংশ এর বেশি।
লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ভাল ফল করলেও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সামলে নেবেন বলেও দাবি করেছেন সুদীপবাবু। এদিন তিনি বলেন, "তৃণমূল নেত্রী বলেছেন বেশি করে দলের দিকে মন দেবেন। জনসংযোগ যাত্রা শুরু করবেন তাড়াতাড়ি । প্রথমদিন থেকে মমতার সঙ্গে রয়েছি। তিনি একবার জনসংযোগ যাত্রা শুরু করলেই সবকিছু পালটে যাবে বলেই আমাদের বিশ্বাস।"
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন