আর কয়েক ঘন্টা পরেই শুরু শেষ দফার নির্বাচন। তার পর আগামী বৃহস্পতিবার স্পষ্ট হবে আগামী পাঁচবছর কাদের হাতে থাকবে দেশের ক্ষমতা। কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। যদিও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনার এখন থেকে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
বিজেপির একটা বড় অংশের অনুমান, তারা ফের সরকার গড়তে চলেছে। আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। বিরোধীদের তরফে অবশ্য এখনও কোনও নাম আসেনি। বিরোধীরা সরকার গড়ার মতো পরিস্থিতিতে চলে এলে, কে হবেন প্রধানমন্ত্রী, তা নিয়েই জল্পনা চলছে জোর কদমে। লোকসভা নির্বাচনের প্রচারের শেষলগ্নে সেই জল্পনাকে একেবারে অন্যমাত্রা দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়ঙ্কা গান্ধী। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে তিনি টেনে আনলেন অভিনেতা অমিতাভ বচ্চনের প্রসঙ্গ। প্রিয়ঙ্কার কথায়, অমিতাভ বচ্চনও মোদীর থেকে ভালো প্রধানমন্ত্রী হতে পারেন।
শুক্রবার উত্তরপ্রদেশের মিরজাপুরে রোড শো করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দিদি প্রিয়ঙ্কা। সেই রোড শোয়ের কর্মসূচি থেকেই তিনি আক্রমণ করেন নরেন্দ্র মোদীকে। মোদীকে তিনি ‘সবচেয়ে বড় অভিনেতা’ তকমা দেন।
শুক্রবার উত্তরপ্রদেশের মিরজাপুরে রোড শো করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দিদি প্রিয়ঙ্কা। সেই রোড শোয়ের কর্মসূচি থেকেই তিনি আক্রমণ করেন নরেন্দ্র মোদীকে। মোদীকে তিনি ‘সবচেয়ে বড় অভিনেতা’ তকমা দেন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন