রবিবার রাজ্যের শেষ দফা নির্বাচন। তার আগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে। এখন স্বরাষ্ট্রসচিবের কাজ দেখবেন মুখ্যসচিব। একইসঙ্গে রাজ্যে সমস্ত রাজনৈতিক দলের প্রচারে একদিন জরিমানা করল নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়ায় অবাঞ্ছিত হস্তক্ষেপের অভিযোগ উঠেছে অত্রি ভট্টাচার্যের বিরুদ্ধে।
স্বরাষ্ট্রসচিবের পাশাপাশি সরানো হয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও।
নির্বাচনের আগে তাঁকে এডিজি সিআইডি পদে বসিয়েছিল রাজ্য সরকার। এবার রাজীব কুমারকে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। ১৬ মে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট করতে হবে তাঁকে। নির্বাচন কমিশন জানিয়ে দিল, স্বাধীনতার পর প্রথমবার অনুচ্ছেদ ৩২৪-এর প্রয়োগ করা হল। তবে হিংসা ও অরাজকতার পরিবেশ থাকলে এমন সিদ্ধান্তে আগামী দিনেও নেবে নির্বাচন কমিশন। রাজ্যে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট করানোর লক্ষ্যেই এটা করা হয়েছে।
স্বরাষ্ট্রসচিবের পাশাপাশি সরানো হয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন