এখনও শেষ দফার নির্বাচন বাকি। এর মধ্যেই আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিচ্ছে বিজেপি এবং তার শরিকদের মধ্যে। রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া-র নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের জানিয়ে দিলেন, গতবারের লোকসভা নির্বাচনের মতন বিজেপি এ বারে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তিনি আরও বলেন, উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশে বেশ কিছু আসন কমবে বিজেপির।
আঠাওয়াল জানিয়েছেন, উত্তর প্রদেশে সপা, বসপা এবং রাষ্ট্রীয় লোক দল এক সঙ্গে জোট করায় ১০ থেকে ১২টা আসন হারাতে পারে বিজেপি। উল্লেখ্য, গত লোকসভায় সপা, বসপা ও আরএলডি পৃথকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মহারাষ্ট্রের ক্ষেত্রেও শিবসেনা-বিজেপি জোটে চিড় ধরতে পারে বলে মনে করছেন এই নেতা। সেখানে ৫ থেকে ৬টি আসন কমতে পারে বিজেপির। পশ্চিমবঙ্গ ও ওড়িশা এই ক্ষত পূরণ করবে বলে তিনি মনে করেন। তবে এই দুই রাজ্য থেকে বিজেপি কটি আসন পেতে পারে তা তিনি স্পষ্ট করেন নি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন