আজ সেন্ট্রাল অ্যাভিনিউয়ে অতর্কিতে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়ি আটকে তল্লাশি শুরু করে পুলিশ। এই তল্লাশির প্রতিবাদে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান বিজেপি প্রার্থী। তাঁকে বৌবাজার থানায় রাখা হয়। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে প্রশাসনের দাবি।
সম্প্রতি ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। চলতি নির্বাচনে এমন ঘটনা নজিরবিহীন। যদিও বিজেপির তরফে বলা হয় এই ঘটনা সাজানো।
তাদের প্রার্থীকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
গত ২৬ এপ্রিল ফলতায় নিজের অফিসে এক ১৭ বছরের কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এর পরেই নির্যাতিতা এবং তাঁর বাবা ফলতা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে জবানবন্দি দেয় নির্যাতিতা এবং তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়। কিন্তু অভিযোগ করেও কোনও লাভ হয়নি। অভিযুক্তর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন।
সম্প্রতি ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। চলতি নির্বাচনে এমন ঘটনা নজিরবিহীন। যদিও বিজেপির তরফে বলা হয় এই ঘটনা সাজানো।
গত ২৬ এপ্রিল ফলতায় নিজের অফিসে এক ১৭ বছরের কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এর পরেই নির্যাতিতা এবং তাঁর বাবা ফলতা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে জবানবন্দি দেয় নির্যাতিতা এবং তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়। কিন্তু অভিযোগ করেও কোনও লাভ হয়নি। অভিযুক্তর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন