নির্বাচনের মধ্যে শিক্ষাব্যবস্থায় বড় ধাক্কা। দেশের বহু ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজগুলির অবস্থা বেশ কয়েকবছর ধরে শোচনীয়। ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ক্যাম্পাসিং হচ্ছে না শেষ চার-পাঁচ বছর। যার ফলে দেশজুড়ে একসঙ্গে ৭৬৫টি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজ বন্ধ করে দিল এআইসিটিই। কমে গেল ৪.২৪ লক্ষ আসন। কেন্দ্রের সরকারের উদাসীনতায় এই হাল হয়েছে বলে মনে করছেন অনেকে।
এআইসিটিই সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মাসি এবং আর্কিটেকচরের মতো কোর্সগুলিতে এখন থেকে ৩২ লক্ষ ৯ হাজার আসনেই ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ২৩৭টি কলেজে আগেই তালা বন্ধ হয়েছে। ওই কলেজগুলি এআইসিটিই'র নিয়ম লঙ্ঘন করে বলে অভিযোগ।
২২৬টি এমন কলেজ রয়েছে, যারা পঠনপাঠনও বন্ধ করে দিয়েছে। অপরদিকে কলেজগুলির বক্তব্য, যে কটি আসন তাদের রয়েছে সেই আসনগুলিও ভর্তি হচ্ছে না। ছাত্রছাত্রী আসছে না। তাই কলেজ চালানোর খরচ জুটছে না। এই কলেজ বন্ধ হবার ফলে পড়ুয়াদের অবস্থা যে আরও খারাপের দিকে এগিয়ে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
এআইসিটিই সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মাসি এবং আর্কিটেকচরের মতো কোর্সগুলিতে এখন থেকে ৩২ লক্ষ ৯ হাজার আসনেই ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ২৩৭টি কলেজে আগেই তালা বন্ধ হয়েছে। ওই কলেজগুলি এআইসিটিই'র নিয়ম লঙ্ঘন করে বলে অভিযোগ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন