এবারের লোকসভা নির্বাচনে বেশকিছু আসন হারিয়েছে তৃণমূল কংগ্রেস। উল্টো দিকে শক্তি বাড়িয়েছে বিজেপি। এর পর থেকে তৃণমূলের নেতারা দলে দলে নাম লেখাতে শুরু করেছেন বিজেপিতে।
জানা গিয়েছে, ফের তৃণমূলকে বড় রকমের ধাক্কা দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
বারাকপুর এলাকার কাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দখল নিলো গেরুয়া শিবির। অর্জুন সিংয়ের উদ্যোগেই এই গ্রাম পঞ্চায়েতের মোট ২৪ জন সদস্যের সবাই তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যদের হাতে পদ্ম-পতাকা তুলে দিলেন সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং এদিন ফের তৃণমূলের উদ্দেশ্যে বলেন, "ওরা শুধু দেখতে থাকুক ভবিষ্যতে আর কারা বিজেপিতে যোগ দেয়"।
জানা গিয়েছে, ফের তৃণমূলকে বড় রকমের ধাক্কা দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন