এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে দাপট দেখিয়েছে গেরুয়া বাহিনী। আর এই নির্বাচনী ফল ঘোষণার কিছুদিন পরেই নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নিয়োগের ব্যাপারে শিক্ষামন্ত্রী কমিশনের চেয়ারম্যানকে কড়া বার্তা দিয়েছিলেন। আর এর পরেই শিক্ষক নিয়োগের জট খুলতে শুরু করেছে।
এবার আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য।
এই নিয়ে মন্ত্রীসভার বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ১৪৫টি প্রাথমিক স্কুলে মোট ২৯০ জন সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করা হবে।
গতকাল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নবান্নে এই বিষয়টি ঘোষণা করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "স্কুল প্রতি দু'জন করে শিক্ষক নিয়োগ করা হবে।" এই প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। লোকসভা ভোট মিটতেই মমতা সরকারের এমন সিদ্ধান্ত যা খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। যদিও এই প্রসঙ্গে অনেকে মনে করেন, উত্তরবঙ্গের মতো জঙ্গলমহলেও বড় ধাক্কা খেয়েছে শাসক তৃণমূল। তাই জঙ্গলমহলের মানুষদের মন জয় করতেই দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার।
এবার আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য।
গতকাল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নবান্নে এই বিষয়টি ঘোষণা করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "স্কুল প্রতি দু'জন করে শিক্ষক নিয়োগ করা হবে।" এই প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। লোকসভা ভোট মিটতেই মমতা সরকারের এমন সিদ্ধান্ত যা খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। যদিও এই প্রসঙ্গে অনেকে মনে করেন, উত্তরবঙ্গের মতো জঙ্গলমহলেও বড় ধাক্কা খেয়েছে শাসক তৃণমূল। তাই জঙ্গলমহলের মানুষদের মন জয় করতেই দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন