দীর্ঘ শুনানির পর অবশেষে প্রায় ২০ হাজার পদে শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই মর্মে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালতের এই নির্দেশ কার্যকর হলে যাঁরা চাকরি পাবেন, তাঁদের চাকরির স্থায়িত্ব নির্ভর করবে সুপ্রিম কোর্টের পরবর্তী রায়ের উপর।
এই রাজ্যে মাদ্রাসা নিয়োগ করার দায়িত্ব কার হাতে থাকবে? মাদ্রাসা সার্ভিস কমিশন নাকি মাদ্রাসাগুলির ম্যানেজিং কমিটি, এই মামলার রায়দান প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। এই মামলার রায়ের উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হবে।
প্রসঙ্গত, গত ২০১৪ সালের পর থেকে বহু পদ ফাঁকা আছে। ওই শূন্যপদে নিয়োগ চেয়ে আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চ মামলা শোনেন। মামলার শুনানি শেষে আপাতত মাদ্রাসা ম্যানেজিং কমিটিকে নিয়োগের প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেয়। রাজ্য সরকার মাদ্রাসায় নিয়োগের ব্যাপারে ২০১৬ সালের ৩ মার্চের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে রায় দেন বিচারক।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন