লোকসভা নির্বাচনে বঙ্গে একাধিক কেন্দ্রে বিজেপির কাছে হারতে হয়েছে তৃণমূলের। আর নির্বাচনের পরে এই প্রথম পে-কমিশন নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। "কোনও প্রকল্প বন্ধ করে পে কমিশন নয়। আগে পে-কমিশন রিপোর্ট দিক। তারপর সাধ্যমতো চেষ্টা করব।" সচিবদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর আজ সাংবাদিক বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, "রাজ্যের গরিব মানুষের প্রকল্প বন্ধ করতে পারব না। বিনামূল্যে প্রকল্পের সুবিধা পায় মানুষ। অভিরূপ সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলব। বেতন বাড়ানোর সাধ্যমতো চেষ্টা করব। প্রায় ২ লাখ ৭৪ হাজার কোটি টাকার লোন শোধ করতে হয়েছে। এবছরও ৫৬ হাজার কোটির লোন শোধ করতে হবে।"
সরকারি কর্মচারীদের একটা বড় অংশ রাজ্যের শাসকদলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নির্বাচনী ফলে তার প্রমাণ মিলেছে। ৪২ কেন্দ্রের পোস্টাল ব্যালটের মধ্যে ৩৯টি কেন্দ্রে শাসকদলের হার হয়েছে। মাত্র একটি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল। ষষ্ঠ বেতন কমিশনের লাগাতার মেয়াদ বৃদ্ধি ও বর্ধিত বকেয়া ভাতা না মেটানোয় এই ফল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
সরকারি কর্মচারীদের একটা বড় অংশ রাজ্যের শাসকদলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নির্বাচনী ফলে তার প্রমাণ মিলেছে। ৪২ কেন্দ্রের পোস্টাল ব্যালটের মধ্যে ৩৯টি কেন্দ্রে শাসকদলের হার হয়েছে। মাত্র একটি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল। ষষ্ঠ বেতন কমিশনের লাগাতার মেয়াদ বৃদ্ধি ও বর্ধিত বকেয়া ভাতা না মেটানোয় এই ফল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন