লোকসভা নির্বাচনে কার্যত পরাজয়ের পরেই রাজ্যে নিয়োগ নিয়ে কিছু ভাল সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। এবার গোয়েন্দা বিভাগেও সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করতে চলছে নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের তরফে বলা হয়েছে, ৫২৮৫ জন সিভিক ভলান্টিয়ারকে গোয়েন্দা বিভাগের কাজে ব্যবহার করা হবে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিকে এই নির্দেশ পাঠানো হয়েছে।
নবান্ন সূত্রে খবর, কোথাও কোনও গোলমালের আশঙ্কার খবর থাকলেই, পুলিশকে জানাবেন এই সিভিক ভলান্টিয়াররা।
কোথাও কোনও অঘটন সম্পর্কে আগাম খবর সংগ্রহ করবে সিভিক ভলান্টিয়ারই। যাতে গ্রামে-গঞ্জে, ব্লকে ব্লকে খবর মুহূর্তেই পৌঁছে যায় পুলিশের কাছে।
রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সিভিক পুলিশ পদ চালু করেন। পরে, পুলিশ শব্দটি বদলে ভলান্টিয়ার করা হয়। বর্তমানে রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার ১০০ সিভিক ভলান্টিয়ার কাজ করছেন। এই ১ লক্ষ ২৫ হাজার সিভিক ভলান্টিয়ারের মধ্যে বাছাই করে ৫৩৮৫ জনকে গোয়েন্দা বিভাগের কাজে ব্যবহার করা হবে বলে নোটিশ জারি করা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, কোথাও কোনও গোলমালের আশঙ্কার খবর থাকলেই, পুলিশকে জানাবেন এই সিভিক ভলান্টিয়াররা।
রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সিভিক পুলিশ পদ চালু করেন। পরে, পুলিশ শব্দটি বদলে ভলান্টিয়ার করা হয়। বর্তমানে রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার ১০০ সিভিক ভলান্টিয়ার কাজ করছেন। এই ১ লক্ষ ২৫ হাজার সিভিক ভলান্টিয়ারের মধ্যে বাছাই করে ৫৩৮৫ জনকে গোয়েন্দা বিভাগের কাজে ব্যবহার করা হবে বলে নোটিশ জারি করা হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন