অনেক বিতর্কের পরে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়াতে চলেছে। শুক্রবার বিধানসভায় নিজের ঘরে সাংবাদিকদের এই খবর জানান শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এ নিয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর বেশি অবশ্য এদিন তিনি কিছু বলেননি। উল্লেখ্য, এর ফলে লক্ষাধিক শিক্ষক উপকৃত হবেন। দফতর সূত্রে খবর, বর্তমানে যা বেতন পাচ্ছেন শিক্ষকরা, তার চেয়ে এক স্কেল বাড়ানো হবে।
কর্তারা জানিয়েছেন, যোগ্যতা অনুযায়ী প্রাথমিক শিক্ষকরা বেতন পাচ্ছিলেন না। এ নিয়ে অনেক দিনেরই দাবি ছিল তাঁদের। তা বিবেচনা করে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব শিক্ষক উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরাই এই বেতন বৃদ্ধির আওতায় পড়বেন। তার মধ্যে আবার বহু শিক্ষক পরে উচ্চ মাধ্যমিক দিয়েও ৫০ শতাংশ নম্বর অর্জন করেছেন। তবে যে শিক্ষকদের ৫০ শতাংশ নম্বর নেই, যোগ্যতা বৃদ্ধিও করেননি, সেই শিক্ষকরা এই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না। কবে থেকে এই বৃদ্ধি কার্যকর হবে, তা অবশ্য এখনও স্পষ্ট হয়নি। অন্যান্য রাজ্যে প্রাথমিক শিক্ষকরা যে বেতন পান, তার চেয়ে এখানে অনেকটাই কম টাকা পান শিক্ষকরা। আন্দোলনের সময়ে সেই তথ্য তুলেও ধরেছিলেন প্রাথমিক শিক্ষকরা। কিন্তু সেসময় সরকারের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি। তাতে এই শিক্ষকদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছিল। তবে এবার সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে এই ক্ষোভ কিছুটা কমল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
যেসব শিক্ষক উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরাই এই বেতন বৃদ্ধির আওতায় পড়বেন। তার মধ্যে আবার বহু শিক্ষক পরে উচ্চ মাধ্যমিক দিয়েও ৫০ শতাংশ নম্বর অর্জন করেছেন। তবে যে শিক্ষকদের ৫০ শতাংশ নম্বর নেই, যোগ্যতা বৃদ্ধিও করেননি, সেই শিক্ষকরা এই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না। কবে থেকে এই বৃদ্ধি কার্যকর হবে, তা অবশ্য এখনও স্পষ্ট হয়নি। অন্যান্য রাজ্যে প্রাথমিক শিক্ষকরা যে বেতন পান, তার চেয়ে এখানে অনেকটাই কম টাকা পান শিক্ষকরা। আন্দোলনের সময়ে সেই তথ্য তুলেও ধরেছিলেন প্রাথমিক শিক্ষকরা। কিন্তু সেসময় সরকারের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি। তাতে এই শিক্ষকদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছিল। তবে এবার সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে এই ক্ষোভ কিছুটা কমল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন