মাওবাদী অধ্যুষিত রাজ্য গুলির মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং ডিজিপি-র সঙ্গে গতকাল গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য থেকে মুখ্যসচিব মলয় দে এবং ডিজিপি বীরেন্দ্র দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। এবার মুখ্যমন্ত্রীর অনুপস্থিত থাকার বিষয়টিকে রাজনৈতিক ময়দানে নিয়ে যেতে চায় বঙ্গ বিজেপির নেতারা।
গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানান হয়েছে, এই রাজ্যের গোঁড়া, দাম্ভিক মুখ্যমন্ত্রী জনস্বার্থের কথা মাথায় রাখেন না। তিনি শুধু ক্ষুদ্র রাজনৈতিক চিন্তায় ব্যস্ত থাকেন। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী বলে এসেছেন রাজ্যে কোনও মাওবাদী নেই। এখন উনি যদি যান, তবে তো ওর মিথ্যা কথা স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ধরা পড়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী মোটামুটি সব খবর রাখেন।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মুখে বলেন মিলে মিশে থাকতে হবে, একসাথে উন্নয়নের কাজ করব, কিন্তু ক্ষুদ্র রাজনৈতিক পরিসরের বাইরে যেতে পারেন না তিনি।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মুখে বলেন মিলে মিশে থাকতে হবে, একসাথে উন্নয়নের কাজ করব, কিন্তু ক্ষুদ্র রাজনৈতিক পরিসরের বাইরে যেতে পারেন না তিনি।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন