এবার থেকে অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে কোনও দফতরে কর্মী নিয়োগের আগে নিতে হবে অর্থ দফতরের অনুমোদন। এবার থেকে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ আটকাতে এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অভিযোগ আছে , রাজ্যের পৌরসভাগুলো নিজেদের ইচ্ছা মতন নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে থাকে।
এবার এসব নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল নবান্নের অর্থ দফতর। একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে বলা হয়েছে, এবার থেকে সরকারি দফতর গুলোতে স্থায়ী, অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে কোনও ধরনের কর্মী নিয়োগের আগে অর্থ দফতরের পারমিশন লাগবে। তাই এবার থেকে এই নিয়মের ফলে পৌরসভাগুলো আর কোনও নিয়োগ করতে পারবে না নিজেদের ইচ্ছা মতন। পৌরসভাগুলোকে সতর্ক করতেই এই বিজ্ঞপ্তি জারি কার হয়েছে বলে অনেকের অনুমান। এই বিজ্ঞপ্তি জারি করে কার্যত পৌরসভাগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, উন্নয়নের টাকায় কর্মীদের বেতন দেওয়া যাবে না। নিয়ম বহির্ভূতভাবে পৌরসভাগুলো অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করলে পৌর এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ বন্ধ করে দেওয়া হবে।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন