নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটালেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির ছেলে। ঘটনাটি ঘটেছে গলফ গার্ডেনে। মনে করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাঁচিলে গিয়ে ধাক্কা মারেন। ঘটনাটি ঘটেছে ১৫ অগস্ট বৃহস্পতিবার রাতে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, এদিন রাতে গাড়ি নিয়ে যাওয়ার পথে বেসামাল হয়ে রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা মারেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গলির ছেলে আকাশ। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছ দুর্ঘটনার কবলে পড়া এই গাড়িটি বিজেপি নেত্রীর নামেই নথিভুক্ত করা আছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎই একটি গাড়ি প্রচণ্ড গতিতে এসে পাঁচিলে ধাক্কা মারে। পাঁচিল ভেঙে পড়ে। পরে জানা যায় ভিতরে চালকের আসনে ছিলেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলির ছেলে আকাশ। পরে আকাশকে আটক করেছে পুলিশ।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন