লোকসভার আগে থেকে তাঁর বিজেপি-তে যোগ দেওয়া নিয়ে নানা আলোচনা চলছে গোটা রাজ্য জুড়ে। বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে একাধিক বার বৈঠকও সেরেছেন তিনি। সেই খবর অবশ্য চাপা থাকেনি। এ হেন বিধাননগরের প্রাক্তন মেয়র ও বিধায়ক সব্যসাচী দত্ত এ বার চললেন দিল্লি।
বিজেপি-তে নাম লেখাতেই কি দিল্লি যাচ্ছেন? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও দিল্লি যাওয়ার কারণ হিসেবে সব্যসাচী জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজেই দিল্লি যাচ্ছেন। তবে তার আগে বৃহস্পতিবার বিজেপি ও শোভন চট্টোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন সব্যসাচী। তাঁর কথায়, 'শোভন যে দলে যাবেন, সেই দলেরই লাভ হবে।' কাশ্মীর নিয়ে তৃণমূলের উল্টো পথে হেঁটে কেন্দ্রের পদক্ষেপের প্রশংসাও শোনা গেল সব্যসাচীর গলায়।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন