আসানসোলে তৃণমূলের কর্মীসভায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই বৈঠকে যোগ দিয়ে বেশকিছু অভিযোগ করেন তিনি। আসানসোলে অগ্নিকন্যা ভবনে ওই কর্মীসভার মঞ্চ থেকেই তিনি সরাসরি বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আক্রমণের রাস্তায় হাঁটেন।
তিনি বললেন, 'বাবুল সুপ্রিয় হচ্ছে মাইগ্রেটেড বার্ড। সুখের সময় আসে আর দুখের সময় উড়ে যায়। পি চিদম্বরমকে বিজেপি ভয় দেখাচ্ছে। এভাবে ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়ে চমকিয়ে রাখা নীতিগতভাবে অন্যায়। আপনারা একসঙ্গে থেকে জনগণের সেবা করুন। কর্মীদের মধ্যে যদি ইগো থাকে সব ভুলে মিলেমিশে জনগণের সেবা করা উচিত।
কর্মীসভায় মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র এবং পশ্চিম বর্ধমান তৃণমূলের সভাপতি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি। কলকাতার মেয়র বলেন, 'নিরপেক্ষ নির্বাচন হলে আসানসোলের ফল আলাদা হত। এখানে আমাদের সংগঠন, লোকবল সবই আছে। এখানকার পুরনিগম থেকে জেলা পরিষদ, সব আমাদের। বিধায়করাও আমাদের। তাই ফল খারাপ হওয়ার কথা নয়। আমাদের আরও দায়িত্ব নিতে হবে। আরও মিশতে হবে সাধারণ মানুষের সঙ্গে।
কর্মীসভায় মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র এবং পশ্চিম বর্ধমান তৃণমূলের সভাপতি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি। কলকাতার মেয়র বলেন, 'নিরপেক্ষ নির্বাচন হলে আসানসোলের ফল আলাদা হত। এখানে আমাদের সংগঠন, লোকবল সবই আছে। এখানকার পুরনিগম থেকে জেলা পরিষদ, সব আমাদের। বিধায়করাও আমাদের। তাই ফল খারাপ হওয়ার কথা নয়। আমাদের আরও দায়িত্ব নিতে হবে। আরও মিশতে হবে সাধারণ মানুষের সঙ্গে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন