রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। প্রতি বছর শিক্ষক নিয়োগ ও স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে সরব হতে দেখা গিয়েছে এই রাজ্যের হবু শিক্ষকদের। কিন্তু তার পরেও নিয়োগ নিয়ে সেইভাবে উদ্যোগ নেয়নি রাজ্য সরকার।
যদিও এবারের লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খায় শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এর পর থেকে নিয়োগ নিয়ে বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
সূত্রের খবর, ফের চতুর্থ কাউন্সেলিং শুরু হতে চলেছে। শূন্যপদ বাড়ার সম্ভাবনাও থাকছে। নবম দশমের শূন্যপদ বাড়বে ১৫০০ এর বেশি। একাদশ-দ্বদশের শূন্যপদ বাড়বে ৮০০ বেশি। এর পাশাপাশি ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে। এই সব কাউন্সেলিং প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে কমিশন।
সূত্রের খবর, ফের চতুর্থ কাউন্সেলিং শুরু হতে চলেছে। শূন্যপদ বাড়ার সম্ভাবনাও থাকছে। নবম দশমের শূন্যপদ বাড়বে ১৫০০ এর বেশি। একাদশ-দ্বদশের শূন্যপদ বাড়বে ৮০০ বেশি। এর পাশাপাশি ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে। এই সব কাউন্সেলিং প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে কমিশন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন