বহু দিন পরে জালে ধরা দিল ইলিশ। এই বছরের সবচেয়ে বেশি ইলিশ জালে ধরা পড়ল চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে। জুন মাসের ১৫ তারিখ থেকে রাজ্যের সব ট্রলার গুলি ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেয়। কিন্তু গত ২ মাস সমুদ্রে ইলিশের দেখা মেলেনি। আর সে কারণেই হতাশ হয়ে পড়েছিলেন মৎস্যজীবীরা। তবে শেষ পর্যন্ত পঞ্চম ট্রিপে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় প্রতিটি ট্রলারই সমুদ্র থেকে ইলিশ নিয়ে ফিরল।
যদিও এর আগের ৪টি ট্রিপে লোকসানের মুখে পড়তে হয়েছে ট্রলার মালিকদের। অনেক মৎস্যজীবী হতাশ হয়ে কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেয়। কিন্তু আগস্ট মাসের মাঝামাঝিতে আবহাওয়ার পরিবর্তন ঘটতেই সমুদ্রে দেখা মিলেছে ইলিশের। গড়ে ৩০ মন করে ইলিশ মাছ নিয়ে উপকূলে ফিরছে ট্রলারগুলি। ওই ইলিশ আসায় বাজারে কিছুটা ঘাটতি মিটেছে ইলিশের। তবে ইলিশের দামের সেরকম পরিবর্তন হয়নি। এখনও বাজারে চড়া দামেই বিকোচ্ছে ইলিশ।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন