আজ, রবিবার কলকাতায় ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন শোভন বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়। আজ রাত ৮ টা নাগাদ তাঁরা এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি থেকে কলকাতায় আসেন। বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গেরুয়া সমর্থকরা।
তাঁরা শোভন-বৈশাখির নামে স্লোগান দিতে থাকেন। এদিকে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়ের চাপে বিমানবন্দর চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দেয় সি আই এস এফ। নিরাপত্তারক্ষীরা বিমানবন্দর থেকে শোভন-বাবুকে বের করে রাত পৌনে ৯ টার সময়।
শোভন মন্ত্রী ও মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই। ক্রমশ তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলছিলেন। তার পরই তাঁর বিজেপি-তে যোগদানের জল্পনা শুরু হয়। লোকসভা নির্বাচন কেটে যাওয়ার বেশ কিছুদিন পরও বিজেপিতে নাম লেখায় নি তিনি। এদিকে লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর তৃণমূল পুনরায় তাঁকে দলে ফেরাতে উদ্যোগী হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁকে দলে ফেরাতে বিশেষ উদ্যোগ নেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। কারোর কথা না মেনেই স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেন শোভন-বাবু। এরপরই বিজেপিতে যোগ দেবার জল্পনা আরও বাড়ে। অবশেষে ১৪ অগাস্ট বিজেপি-তে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়।
শোভন মন্ত্রী ও মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই। ক্রমশ তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলছিলেন। তার পরই তাঁর বিজেপি-তে যোগদানের জল্পনা শুরু হয়। লোকসভা নির্বাচন কেটে যাওয়ার বেশ কিছুদিন পরও বিজেপিতে নাম লেখায় নি তিনি। এদিকে লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর তৃণমূল পুনরায় তাঁকে দলে ফেরাতে উদ্যোগী হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁকে দলে ফেরাতে বিশেষ উদ্যোগ নেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। কারোর কথা না মেনেই স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেন শোভন-বাবু। এরপরই বিজেপিতে যোগ দেবার জল্পনা আরও বাড়ে। অবশেষে ১৪ অগাস্ট বিজেপি-তে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন